সিংড়া প্রতিনিধি :নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস। রবিবার দুপুর ১২টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে পৌরসভার সচেতন নাগরিক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। পৌরসভার অবকাঠামো উন্নয়ন, বর্জ-ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়ন সহ ৯টি বিষয়ে গুরুত্ব দিয়ে এই ইশতেহার ঘোষণা করেন মেয়র ফেরদৌস। এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, নৌকা প্রতীকের প্রধান এজেন্ট মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।