জাহাঙ্গীর আলম: পাবনার চাটমোহরে রবিবার (২৪ জানুয়ারী) সকালে অনুসন্ধানে পথে পথে শ্লোগানে দৈনিক আমাদের বড়াল পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জিরো পয়েন্ট মহল্লার বেসরকারী উন্নয়ন সংস্থা হারডো কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার নব-নির্বাচিত মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ গোলজার হোসেন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ আলী হায়দার সরদার, প্রধান শিক্ষক ইছাহক আলী, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির চাটমোহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল মুত্তালিব। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, নব-নির্বাচিত মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক অনাবিল সংবাদ সম্পাদক ইকবাল কবীর রনজু, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক জাগরন প্রতিনিধি মহিদুল ইসলাম খান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, ভাঙ্গুড়া রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক মইনুল হক, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জ্বল হোসেন বাবু, সাংবাদিক আব্দুল আজিজ, আলমগীর হোসেন, তুষার ভট্টাচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল আঞ্চলিক সমন্বয়কারী মাসুদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তরা পত্রিকার ৯ম বর্ষপূতি ও ১০ম বর্ষ পর্দাপন উপলক্ষে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।