ডাঃ আমজাদ হোসেন মিলন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১.৫৩ হেক্টর আয়তনের একটি জলাশয়ের পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধায় উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কাটানী দিঘী জলাশয়টির পূনঃখননের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলিমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকতা মো. শাহেদ আলী, উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. বায়েজিদ আলম, প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, মোহাম্মদ আলী জিন্নাহ সহ প্রমুখ। উল্লেখ্য উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া গ্রামে কাটানী দিঘী নামে জলাশয়টি পরিত্যক্ত ও ভরাট অবস্থায় ছিল। জলাশয়টি পুনঃখনন হলে স্থানীয় এলাকাবাসীর গোসল ও পানি সমস্যা দুর হওয়াসহ বিপুল পরিমান মৎস্য উৎপাদন হবে বলে স্থানীয়রা জানান। এই প্রকল্পের মাধ্যমে সারাদেশসহ উপজেলার বিভিন্ন এলাকার পরিত্যক্ত পুকুরগুলোকে পুনঃখননের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।