ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি শিল্পপতি আবদুল মজিদ মন্ডল (৭২)। আজ শুক্রবার বিকেলে তার প্রতিষ্ঠিত রুপনাই মাদ্রাসা ও ঈগগাহ মাঠে জানাযা শেষে তার দাফন পারিবারিক কবরস্থানে সম্পনান্য করা হয়েছে। তিনি জেলা পরিষদের সাবেক প্রশাসক ও এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার স্বজনেরা জানান, স্বাসকষ্ট জনিত কারনে তাকে ঢাকার উত্তরার বাসভবন থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ রাজনৈতিক সহকর্মী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা নামাজ পূর্ব আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, মরহুম আবদুল মজিদ মন্ডলের বড় ছেলে এমপি আবদুল মমিন মন্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, জেলা আ’লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আবদুস ছামাদ তালুকদারসহ দলীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অপর্ন করা হয়। তার জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনসহ হাজার হাজার ধর্মপ্রাণ