আবু ত্বহা: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ সদর উপজেলার আহমেদ সুপার মার্কেট জেলা ছাত্র আন্দোলনের কার্যালয়ে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে মুহাম্মাদ মিরাজ মানুসর, সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক এবং সেক্রেটারি পদে মুহাম্মাদ তৈয়্যুবুর রহমান ত্বোহা নির্বাচিত হন।
জেলা সম্মেলন উপলক্ষ্যে আলোচনা সভা মুহাম্মাদ মিরাজ মানসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ, সহ সভাপতি মাওলানা জিয়াউল হক, সহ সভাপতি গাজী আয়নুল হক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ হাবিবুল্লাহ, সাবেক ছাত্রনেতা মোহা. জুবায়ের ইসলাম সহ প্রমুখ। উক্ত সম্মেলনে বক্তারা নতুন কমিটিকে নবী করিম (স.) এবং সাহাবাদের পূর্ণাঙ্গ অনুসরণ ও অন্যান্য ছাত্র সংগঠন থেকে জোরালো ভুমিকা রাখার নসিহত করেন।