ডাঃ আমজাদ হোসেন মিলন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার সরকারি বসত ঘর পাচ্ছেন গৃহ ও ভুমিহীন ৪২ পরিবার। এরই মধ্যে বসত ঘর গুলোর নির্মান কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে, প্রধানমন্ত্রী’র আশ্রয়ন প্রকল্প থেকে উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২ পরিবারের জন্য বরাদ্দকৃত বসত ঘর নির্মান গত ক’দিন আগে শেষ করা হয়েছে। প্রকৃত গৃহ ও ভুমিহীন পরিবার বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ইটের গাথুনীর ওয়ালের উপরে টিনের ছাউনীর দু’রুমের বসত ঘর এবং বারান্দা, রান্না ঘর ও টয়লেট থাকছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, উপজেলা প্রশাসন থেকে সরেজমিনে বসত ঘর গুলোর নির্মান কাজ পরিদর্শন করা হয়েছে। আগামী শনিবার ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী একযোগে এর উদ্বোধন করবেন। এদিনই উল্লাপাড়ার ৪২ পরিবারকে তাদের বসত ঘর গুলো বুঝে দেয়া হবে।