ডাঃ আমজাদ হোসেন মিলন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৭ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ই জানুয়ারী) ভোর রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ও সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হাটিকুমরুল গোলচত্ত¡র এলাকায় অভিযান পরিচালনা করে একতা পরিবহন (ঢাকা মেট্রো-ব-৬২৩৯) যাত্রীবাহী বাস থেকে ৭৭ বোতল ফেন্সিডিল সহ এক দম্পত্তিকে আটক করেন। আটকৃতরা জয়পুরহাট জেলা সদরের দক্ষিন জামালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মকুল হোসেন (৩৫) ও তার স্ত্রী চামেলি খাতুন (৩২)। পরে আটকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী