ডাঃআমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫টি এক্সকাভেটর মেশিনের ব্যাটারী জব্দ করা হয়।এতে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, র্যাব-১২ নিয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি এক্সকাভেটর গাড়ির ব্যাটারী জব্দ করেন।
উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান কলমের বার্তাকে জানান, অবৈধ ভাবে বিনা অনুমতিতে ফসিল জমি নষ্ট করে পুকুর খনন করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুকুর খনন অপরাধ করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনায় ২০১০ আইনধারায় তাদের কে মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে পুকুর খনন কারীরা পালিয়ে যায়। তাদের না পেয়ে এক্সকাভেটর এর ব্যাটারী গুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে যদি নিয়ম ভেঙ্গে আবার অবৈধ ভাবে ফসিল জমি নষ্ট করে পুকুর খননের কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে