শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন দীর্ঘ আড়াই মাস পর তুরস্ক থেকে চিকিৎসা শেষে প্রিয় জন্মভূমি হযরত মখদুম শাহ দৌলাহ (রাঃ) এর পুণ্যভূমি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুরে আগমন উপলক্ষে গত মঙ্গলাবার ১২ (জানুয়ারী) শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুভেচ্ছা বিনিময় ও মিলাদ মাহফিল আয়োজন করে।
উক্ত শুভেচ্ছা বিনিময় ও মিলাদ মাহফিলে হাজার হাজার আপামর জনসাধারণের উপস্থিতিতে ভালবাসায় সিক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা জানালেন সর্বস্তরের সাধারণ মানুষ ও স্থানীয় সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।