প্রেস বিজ্ঞপ্তি
১। বুধবার(১৩ জানুয়ারী ২০২১ খ্রীঃ) বিকেল ০৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন আলম নগর গ্রামস্থ ধৃত আসামীর নির্মানাধীন বসত বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ০৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোছাঃ রাশিদা খাতুন(৩৭),স্বামী-মোঃ নাজমুল হোসেন, সাং-আলমনগর, থানা- উল্লাপাড়া ,জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার্স এ্যাক্টের ২৫বি(২) ধারা সহ ২৫ ডি ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে ২। বৃহস্পতিবার(১৪ জানুয়ারী ২০২১ খ্রীঃ) রাত ০২.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন রায়গঞ্জ চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ডে অনামিকা হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে দিনাজপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস HY-Travels ঢাকা মেট্রো-ব-১১-৯৩১৪ তল্লাশী অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ সাগর হোসেন কবির(২২),পিতা-মৃত মুকবুল হেসেন, সাং-উত্তর হরিরামপুর , থানা-বিরামপুর ,জেলা-দিনাজপুর। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।