গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখকে পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লবের পক্ষে কাজ করায় এবং শৃংখলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব মঙ্গলবার বিকেলে মুঠোফোনে জানান, গঠনতন্ত্রের ২২ এর (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তাকে ১১ জানুয়ারী সোমবার গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে আলাল শেখকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবকেও দলের পরিপন্থি কাজ করায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।#