উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে। গত রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন।
জানা যায়, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান ও উল্লাপাড়ার সার্কেল এ এসপি মাহফুজ হোসেনসহ উল্লাপাড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । রোববার অভিযানকালে পৌর সভার ৬ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন (পানির বোতল) এবং ৭ নং ওয়ার্ডের জানে আলম ( ডালিম) প্রতীকের আচরণ বিধি ভঙ্গ ও রাত ৮ টার পর সিএনজি অটোরিকশা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগে ১০ হাজার টাকা করে দুই প্রার্থীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বলেন,নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।