ডাঃআমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচন এখন আরো জমে উঠেছে। আগামী ১৬ জানুয়ারি এ নির্বাচনকে ঘিরে গোটা পৌর এলাকায় এখন দেখা দিয়েছে উৎসব আমেজ। প্রার্থীদের পোষ্টারে পৌর এলাকা ভরপুর হয়ে গেছে। ভোটের মাঠে প্রার্থীরা ছুটছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। একজন ভোটারের কাছে এক প্রার্থী একাধিক বার যাচ্ছেন।
বুধবার শেষ বিকেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলামের পক্ষে শহরে একাধিক মিছিল হয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কর্মী সমর্থকেরা মিছিল করেছে। পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন তিনজন।এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র এস.এম নজরুল ইসলাম, বিএনপি মনোনীত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আজাদ হোসেন ও স্বতন্ত্র পরিচয়ের প্রার্থী সাবেক মেয়র মো. বেলাল হোসেন।মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী গত সাত জানুয়ারি বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বিএনপি থেকে বহিস্কৃত হয়েছেন। তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা দলীয় মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলামকে নিয়ে মাঠে নেমেছেন। প্রতিটি ওয়ার্ডে করা হচ্ছে একাধিক উঠান বৈঠক। এর পাশাপশি বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়া হচ্ছে।
পুরো নির্বাচনী এলাকায় এখন নৌকার পক্ষে গণজোয়ার দেখা দিয়েছে। রব উঠেছে নৌকার। এদিকে গোটা পৌর এলাকায় কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা সবচেয়ে বেশি জমিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে তাদের নির্বাচনী অফিস রয়েছে। এরা ভোট চাইতে সাধারণ ভোটারদের কাছে বার বার যাচ্ছেন। পৌরসভা নির্বাচনে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ২নং সাধারণ ওয়ার্ডে প্রতিদ্ব›িদ্ব কাউন্সিলর প্রার্থী মাত্র তিন জন। আর সবচেয়ে বেশি সংখ্যক সাত জন কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ডে। মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫শ ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ১শ ৪৯ জন এবং নারী ভোটার সংখ্যা ১৭ হাজার ৩শ ৫৪ জন। নারী ভোটার সংখ্যা পুরুষের চেয়ে ২শ ৫জন বেশি।
|