সিংড়া প্রতিনিধি : নাটোরর সিংড়ায় পৌর শহরের চকসিংড়া দক্ষিণ পাড়া যুবসমাজের উদ্দেগে রাত্রীতে ফটিকের মিলে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে । উক্ত জালসায় শোলাকুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে ইসলামী জালসায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চয়েন বার্তার সম্পাদক ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা,৯ নং ওর্যাডের কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, সভাপতি চকসিংড়া দক্ষিণ পাড়া জামেমসজিদ আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দীন, জামেসজিদ প্রধান বক্তা হযরত মাওঃ রুহুল আমিন জিহাদি দ্বিতীয় বক্তা হযরত মাওঃ মোঃ ওমর ফারুক
তৃতীয় বক্তা মুফতি জাকারিয়া মাসউদ চতুর্থ বক্তা মাওঃ মোঃ শরিফুল ইসলাম শরিফএসময় উপস্থিত ছিলেন আবু জাফর সিদ্দিকী, স্বদশ,আবু বক্কর প্রমুখ।