হাদিউল হৃদয়: করোনা পরিরিস্থিতির মধ্যেই বছরের শুরুতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রতিটি স্কুলে পালন করা হয়েছে বই উৎসব। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে উপজেলার পাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুত আহমেদ ও সাগরিকা খাতুন বলেন, করোনার জন্য স্কুলে আসতে পারছি না। এর মধ্যে বছরের প্রথম দিন বই পাবো সেটা ভাবতে পারনি। প্রথম দিন বই পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই নতুন বছরে করোনার যেন বিদায় হয় এবং স্কুলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে খুুলে যায়।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান বলেন, করোনার প্রভাব থাকা সত্বেও ২০২১ শিক্ষাবর্ষে উপজেলার সরকারি ১৩৬টি স্কুলে, বেসরকারি এনজিও কেজি স্কুলে ২৩টি প্রতিষ্ঠানে ১ লক্ষ ১৫ হাজার ৪৯৭টি বই বিতরণ করা হয়েছে।