গুরুদাসপুর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতিতে দোকানের মধ্যে ট্রলি ঢুকে সাটার পিলার ভেঙে দিয়েছে। এ ঘটনায় দোকানদার স্বপন (৩০) সহ পথচারী মকুল মাস্টার (৩৮) ও স্বাস্থ্যকর্মি সানোয়ারা খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন। তাদের হাজেরা ক্লিনিকে চিকিৎসাধীন নেওয়া হয়েছে। তবে ট্রলি চালক মিঠুন অক্ষত রয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়ার হাজেরা ক্লিনিক সংলগ্ন স্বপনের মুদি দোকানে এ দুর্ঘটনা ঘটে। ট্রলির মালিক একই এলাকার আতিক। তার ট্রলি চালক মিঠুন (২০) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি দোকানের ভেতর ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল।
স্থানীয়রা জানান, এলাকায় পাওয়ার টিলারের বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। কৃষি কাজে ব্যবহার হওয়ার কথা থাকলেও এ পরিবহনটি ইট, মাটি, বালুসহ বিভিন্ন মালামাল বহনের কাজে ব্যবহৃত হচ্ছে।