ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের যাত্রী তুহিন রেজা (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে পিক আপ ভ্যানের ২ যাত্রী।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার দক্ষিন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত তুহিন রেজা দিনাজপুরের বিরামপুরর থানার আইড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক বাকি বিল্লা বলেন, হাটিকুমরুল থেকে গ্লাস বোঝাই করে উল্লাপাড়ার দিকে পিকআপ ভ্যানটি যাচ্ছিল। অপরদিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস এর একটি যাত্রীবাহি বাসেরর মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের গ্লাস পরিবহনকারীর এক কর্মচারী মারা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যান জব্দ করে। বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে