স. ম. আব্দুস ছাত্তার ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রায়গঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ,জেলা আওয়ামীলীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন,রায়গঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান, অপরদিকে সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয় এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, জেলা আওয়ামীলীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, সাধারন সম্পাদক সাবেক সহ-সভাপতি ছাইদুল ইসলাম চাঁন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম তালেব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আকছারুল আলম খোকন, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক টি এম শফিকুল ইসলাম ঝন্টু,সাবেক প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ঝন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুন ইসলাম শিহাব প্রমুখ।