আব্দুল কুদ্দুস তালুকদার – গত শুক্রবার বিকাল ৪ টায় রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপির পশ্চিম আটঘরিয়ায় বাংলাদেশ মানব ধর্ম প্রচার সংঘের শাখা সহজাশ্রমের সম্প্রসারিত জীবানন্দ মঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গোকূল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর তানোর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও গ্রামের কৃতি সন্তান সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বগুড়ার ধূনট জীবানন্দ মঠের শ্যামল ব্রহ্মচারী, পাবনা চিনি কলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, নিমগাছি অনার্স কলেজের প্রফেসর সঞ্জীব কুমার মাহাতো, সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রনজিৎ কুমার মাহাতো, শহরলাল মাহাতো টেকনিক্যাল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো, শাখা সহজাশ্রমের জিএস রবীন্দ্রনাথ মাহাতো, নিমগাছির বিশিষ্ট সার ব্যাবসায়ী নির্মল কুমার মাহাতো, রামবল্লভপুর সৎসঙ্গ আশ্রমের জিএস সূজন কুমার মাহাতো, মাধাইনগর কলেজের প্রভাষক ঈশ্বর চন্দ্র মাহাতো প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক ও গবেষক উজ্জল মাহাতো।।
![](http://www.chalonbeelbarta.com/wp-content/uploads/2020/12/Jibananda-Math-660x330.jpeg)