সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া শহরের ১১টি ওয়ার্ড যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে যুবদল। শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ১১নং ওয়ার্ড ব্যতিত বাঁকি ১১টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন শহর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন, শহর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সুমন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এজিএস খায়রুল বাসার তুহিন, ছাত্রনেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।
শহর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক ও সদস্য সচিব আমিনুল হক সাক্ষরে কমিটির অনুমোদন দেয়া হয়।