হাদিউল হৃদয়: বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলীর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবিস্থত বাংলার প্রাচীনতম নিদর্শণ স্থান ভ্রমণ, কবি আড্ডা, স্বরচিত কবিতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পাবিলক লাইব্রেরির হলরুমে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কবি আলহাজ্ব এম রহমত উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া লেখক চক্রের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন, সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি আবদুর রাজ্জাক রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ কবি সৈয়দ সাইদুর রহমান, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন্নাহার কুহেলী, কবি-সাংবাদিক মামুনুর রশীদ, প্রভাষক এস এম আনিসুর রহমান, বাদল শাহ্, ডালিম রায়, হিরন্য হারুন, সাফওয়ান আমিন, সাংবাদিক আরিফ জাহান প্রমূখ। পরে ঐতিহ্যবাহী তাড়াশ উপজেলার বিনসাড়ায় কিংবদন্তি বেহুলার বাপের বাড়ি, জীয়ন কূপ, বস্তুলে আজব বটবৃক্ষ, তাড়াশ সদরে রাধা গোবিন্দ মন্দির, গুল্টা খ্রিষ্টান ধর্মপল্লী ও তালমের বাংলার প্রাচীনতম নিদর্শণ শিব মন্দির কবি-সাহিত্যিকরা ঘুরে দেখেন।