বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ইদ্রিস মেম্বারের বিরুদ্ধে ২০১৯-২০২০অর্থবছরে অনিয়মতান্ত্রিকভাবে ভিজিডি কার্ড বিতরণের অভিযোগ উঠেছেে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, উল্লেখ্য অর্থবছরে পারকোল গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী মোঃ শাহনাজ বেগমের নাম একাধিক জায়গায় ব্যবহার করে ৩০কেজি ভিজিডি কার্ডের চাল উত্তোলন করা হয়। পারকোল গ্রামে অসহায় অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও একই নাম ব্যবহার করে একাধিকবার চাল উত্তোলন করে তা কে ভোগ করছেন? এমন প্রশ্ন এখন পারকোল গ্রামসহ আশেপাশের বাজারে লোকসমাগমে অনবরত কানাঘুষা চলছে।
বিষয়টি জানতে চাইলে মোছাঃ শাহনাজ বেগম এ বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান।এ বিষয়ে জানতে চাইলে মাঝগাঁও ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী জানান, আমি এ বিষয়ে যতটুকু জানি চেয়ারম্যান নিজেই এটা করেছে। অনলাইনে আবেদন করায় ভুলবশত একজনের নাম দুবার আসায় তিনি পারকোল ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল কাসেমের স্ত্রীর ছবি সেখানে ব্যবহার করে প্রতিমাসে সে চাল উত্তোলন করছে। এবং সে লিস্টে আবুল কাসেমের স্ত্রীর নাম না থাকায় সে চালগুলো তাকে দেওয়া হয়। এ বিষয়ে মুঠোফোনে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমের কাছে জানতে চাইলে তিনি তার ব্যস্ততা ও অফিসের বাহিরে থাকায় বিষয়টি সঠিকভাবে বলতে পারেননি।