লুৎফর রহমান :কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের নির্মানাধীণ ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেট শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, প্রচার সম্পাদক ভিপি আসাব আলী কিরণ, উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফল কবির লিমন, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ প্রমুখ।