তাড়াশ প্রতিনিধি : আরটিভি’র স্টাফ রিপোর্টার, যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। শনিবার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারী খন্দকার, সাবেক সভাপতি এম মামুন হুসাইন, যুগ্ন-সাধারন সম্পাদক মাহমুদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ এম মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, কার্যকরী সদস্য মির্জা আব্দুর রব বুলবুল, সদস্য মোঃ মনিরুল ইসলাম, সাগর আহমেদ। প্রসঙ্গত, সাংবাদিক সুকান্ত সেন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে পরলোক গমন করেন।