সাঈদ সিদ্দিক : নাটোরের বড়াইগ্রামে চাষাবাদের লক্ষে কৃষকের জমিতে ছিটানো বিষ মেশানো গম বীজ খেয়ে ১৯৩টি কবুতর মারা গেছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপুর বেড়পাড়া এলাকায় একই এলাকার নবীরউদ্দীন ছেলে আলম হোসেনের জমিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আউনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক ও স্থানীয়রা জানান, আলম হোসেন চাষাবাদের লক্ষে বৃহস্পতিবার তার জমিতে বিষ মেশানো গম বীজ ছিটিয়ে আসেন। ইদুর, পাখির অত্যাচার থেকে ফসল রক্ষা করার জন্য তিনি এমনটা করেন বলে জানান তিনি। পরে শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর তার জমিতে বিষ মেশানো গম বীজ খেয়ে ১৯৩টি কবুতর মরে পড়ে থাকে।