গোলাম মোস্তফা : একটি কলুর বলদের অভাবে ‘তেলের ঘানি স্বামী-স্ত্রীর কাঁধে’ সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকায় প্রকাশের পর ঘানি টেনে জীবিকা নির্বাহকারী জাকির দম্পত্তিকে আরো একটি গরু উপহার হিসেবে দিলেন পুলিশের ডি, এম, পির যুগ্ম কমিশনার মো. মনির হোসেন।
বৃহস্পতিবার সন্ধায় সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম’র উদ্যোগে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক গরুটি হস্তান্তর করেন। এর আগে গরু উপহার দেন পুলিশের মহা পরিদর্শক ড. বেনজীর আহমেদ।
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী রাবিয়া খাতুন বলেন, একটি বলদ গরুর অভাবে কাঠের ঘানির জোয়াল কাঁধে করে টেনে কেটে গেছে তিন যুগেরও অধিক সময়। এতদিনে বুঝি সেই কঠোর পরিশ্রম ও নিদারুণ কষ্টের অবসান হতে চলেছে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, মানুষের জন্যই পুলিশ। জাকির ও রাবিয়া দম্পত্তির মতো অসহায় মানুষের জন্য অনুরূপ সহায়তা অব্যাহত থাকবে।