সাঈদ সিদ্দিক: নিবন্ধন বিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে অনুভব ক্লিনিক মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেছে এবং ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ওই আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায় ও এসআই জাহিদ আলী সাথে ছিলেন।
ডা. পরিতোষ কুমার রায় বলেন, নিবন্ধনের জন্য আবেদন না করেই ক্লিনিকটি তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছিল। তাই অভিযান চালিয়ে প্যাথলজিক্যাল কার্যক্রমসহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। তারা এখানে নিবন্ধনের পূর্ব পর্যন্ত শুধুমাত্র আউটডোরে রোগীদের ব্যবস্থাপত্র দিতে পারবেন। ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হবে।