তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ব্যত্যয় ঘটিয়ে অপরাধ সংগঠনের দায়ে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন মৌজায় ফসলী জমিতে পুকুর কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গত রবিবার বিকালে ওই মৌজায় সারে আট বিঘা ফসলী জমিতে পুকুর কাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজীপুর গ্রামের আমির হোসেন অরফে দুদু হাজীকে অবৈধ্যভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ওবায়দুল্লাহ ও থানা পুলিশ। উল্লেখ্য এক শ্রেণীর ভুমিগ্রাসী সরকারের কর্তাব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে দির্ঘদিন ধরে গভীর রাতে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যত্রতত্র পুকুর খনন করায় জলা বদ্ধতার কারণে চলতি বছর কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকার সচেতন মহল ভ্রাম্যমান আদালত অব্যাহতভাবে চালিয়ে যাবার জন্য জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি ওবায়দুল্লাহ জানান , তাড়াশে পুকুর কাটা বন্ধ না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।