তুমি জননেত্রী শেখ হাসিনা,
উনিশ শত সাতচল্লিশ আঠাইশ সেপ্টেম্বর
তোমার শুভ জন্মদিন
শুভ হোক শুভ জন্মদিন।
তুমি বঙ্গবন্ধুর তনয়া
জাতীর পিতার ধন্য কন্যা
অসিম ধৈয্য সাহসী যার
পিতার গুণে গুণান্বিত এক নারী,
জনপ্রিয়তার শীর্ষে জনতার নেত্রী।
সতেরই মে ১৯৮১ তে দেশে ফিরলে
বুকে কষ্ট, চোখে পানি
পরিবেশ প্রতিকূল, শাসকের রক্তচক্ষু
শোকার্ত জাতীর মাঝে তুমি এলে,
স্বামী সন্তান বোনকে ফেলে,
বাংলার মুক্তির সংগ্রামে তুমি এলে,
চোখে মুখে পিতার স্বপ্ন
বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে তুমি এলে।
তুমি অন্ধকারে আলোর পথের যাত্রী,
তুমি দুর্গম গিরি কান্তর
টেকনাফ থেকে তেতুলিয়া
কারাগার, বুলেট, বোমা, রক্তাক্ত পথ
লাশের মিছিল নিয়ে জনতার ঐক্য গড়লে।
তুমি বার বার বাংলার প্রধানমন্ত্রী
জনতার প্রিয় নেত্রী,
পিছনে বুলেট বোমা, মৃত্যুর পরোয়ানা
চোখে ভরা জাতীর পিতার স্বপ্ন
উন্নয়নশীল জাতীর রূপকর।
তুমি মাদার হিউমেনেটি
তুমি চ্যাম্পিয়ন অব আর্থ
তুমি ভ্যাকসিন হিরো,
তুমি এযুগের বিশ্ব নেত্রী,
তুমি শতায়ু হও।
কবি
এ্যাড. মোঃ আব্দুল ওহাব (বীরমুক্তিযোদ্ধা)
প্রতিষ্ঠাতা সভাপতি নাটোর জেলা কৃষকলীগ
ও লেখক “ ছোটদের চেতনায় বঙ্গবন্ধু”