ফজলে খোদা বাবু : আমরা তাড়াশ পৌরসভার ১ নং ওয়ার্ডেও সদও গ্রামের বাসিন্দা। অত্র এলাকায় প্রায় সত্তরটি পরিবারের বসবাস এ খানে বিভিন্ন পেশাজীবির মানুষ বসবাস করেন। তাদেও চলাচলের একমাত্র রাস্তা যা বর্তমানে চলাচলের যোগ্য নয়। রাস্তাটি তাড়াশ পূর্বপাড়া শাহী মসজিদ হতে প্রফেসর শাহীন চৌধুরীর বাড়ি পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দুই-তিন শতাধিক মানুষ পেশার তাগিদে চলাচল করে থাকেন । বর্তমানে রাস্তাটির অবস্থা ভয়াবহ । ভগ্ন এবং বিলুপ্ত প্রায় রাস্তাটি পানি নিমজ্জিত । ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে বর্ষাকালে কোমলমতি ছাত্র-ছাত্রি এবং পেশাজীবি মানুষের চলাচলে বিঘ œঘটে । মসুল্লিদের মসজিদে যেতে অসুবিধা হয়। এ জন্য রা¯াÍটি সংস্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে।
এব্যাপারে মাননীয় পৌর প্রসাশক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন ও আশুব্যবস্থা
গ্রহণ করবেন বলে আশা করছি।