তাড়াশ প্রতিনিধিঃ ‘‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালী জাগো’’ স্লোগানকে সামনে রেখে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাখার আয়োজনে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তাড়াশ রাধা গোবিন্দ মন্দির চত্বরে ওই গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্ন্যালের সভাপতিত্বে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসুচীতে বক্তব্য দেন, উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ , সংগঠনের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, প্রদীপ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, বক্তাগণ ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।