চাটমোহর প্রতিনিধি :পাবনার চাটমোহরে বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে সুতিজালের ¯্রােতে নিখোঁজ হয়েছে নজরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি। সে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর মন্ডলপাড়ার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার সন্ধান পায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। রাজশাহী থেকে ডুবুরী দলও এসেছে। তাছাড়া সুতি অপসারণ করার জন্য মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম সকালে বাড়ির অদূরে জিয়ালগাড়ি জোলায় মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে সে ওই জোলায় অবৈধভাবে স্থাপিত সুতিজালের প্রবল ¯্রােতে কবলে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষনিক সুতিজাল স্থাপনকারীরাসহ অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু কোন সন্ধান পায় না।