হাদিউল হৃদয়: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের আলহাজ্ব এনছাব আলী প্রামাণিকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত পোশাক বিতরণ, বৃক্ষ রোপন, কোরআন খানি ও কবর জিয়ারতের আয়োজন করেছেন মহুমের বড় ছেলে সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পৌর এলাকার থানাপাড়ার নিজ বাসভবনে শতাধিক গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ তাদের পছন্দ মত নিজেদের কাপড়-চোপড় বেছে নেন। এ সময় উপস্থিত ছিলেন, মহুমের বড় ছেলে সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, মেয়ে রুবা, রুনা ও রুমা। আরো উপস্থিত ছিলেন, ভিলেজ ভিশনের সভাপতি শরীফ খন্দকার, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয় প্রমূখ।
এ প্রসঙ্গে মহুমের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আমার বাবার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা পারিবারিক কোরআন খানি ও কবর জিয়ারত করেছি। শতাধিক গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ মাঝে লক্ষাধিক টাকার মূল্যের টিশার্ট, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবীসহ মেয়েদের বিভিন্ন রকমের পোশাক উন্মুক্ত করে দিয়েছি তারা তাদের পছন্দ মতো নিয়েছে। এর পাশাপাশি কুসুম্বী-বিনসাড়া সড়কে ও বস্তুল-কুসুম্বী আঞ্চলিক সড়কে বিভিন্ন স্থানে ৭০টি ফলদ বৃক্ষ ও ৩০টি কৃৃষ্ণচুড়ার গাছ লাগানো হবে।