লুৎফর রহমান: ফ্রান্সে রাষ্টীয় মদদে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সা:) ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার আয়োজনে ওই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজ গেট হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির”র বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মুহিবুল্লাহ,এ সময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ তাড়াশ উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আলতাফ হোসেন সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম ওসমানী, বাংলাদেশ মুজাহিদ কমিটির তাড়াশ উপজেলার সভাপতি মাওলানা আবুল কাসেম, সহ সভাপতি মাওলানা আব্দুল ওহাব, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ সভাপতি মাওলানা এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব, মুফতি মাওলানা নাজমুল হুসাইন, মুফতি মাওলানা আব্দুর রহিম প্রমূখ।‘ বক্তরা ফান্স সরকারের প্রতক্ষ্য মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। সমাবেশ প্রধান অতিথী বলেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানাই।তিনি আরো ও বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যান্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডে নিন্দা জানাতে হবে ।