লুৎফর রহমান : ৩রা(নভেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম,যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ. বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের নেতাকর্মীরা।