স.ম আব্দুস ছাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জ যথাযথ মর্যাদায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় চার নেতা শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মদ, এ.এইচ.এম কামরুজ্জামান, ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতকা, কালো পতকা উত্তোলেন ও কোল ব্যাচ ধারন। বিকাল ৫ টায় ধানগড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ালীগীদের নব নির্বাচিত সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চলনায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, কৃষলীগ, মহিলা আওয়ালীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তবারক বিতারণ করা হয়।