ট্রাফিক সপ্তাহের মাঝেও সিরাজগঞ্জে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন

Spread the love

সনাতন দাশ

ট্রাফিক সপ্তাহের মাঝেও সিরাজগঞ্জের মহাসড়ক গুলোতে অবাধে চলাচল করছে অবৈধ নসিমন করিমন সহ বিভিন্ন যানবাহন । অথচ এসব যানবাহন মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও প্রশাসন ও স্থানীয় শ্রমিক সংগঠনগুলোকে টাকা দিয়ে ইচ্ছামত চালানোর অভিযোগ রয়েছে । এ কারণে প্রায়ই ঘটছে নানা দূর্ঘটনা ।

সূত্রমতে, ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অংশে রয়েছে ৪২ কিলোমিটার মহাসড়ক । এর মধ্যে হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার ও হাটিকুরুল গোল চত্বর থেকে কাছিকাটা টোল প্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার মহাসড়ক । এ দুটি মহাসড়ক দিয়ে প্রতিদিনই দেশের উত্তর ও দক্ষিণ- পশ্চিমাঞ্চলের জেলা থেকে হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে । কিন্তু  দীর্ঘদিন ধরে মহাসড়কগুলোতে অবৈধ যান নসিমন,করিমন,ইজিবাইক,অটো টেম্পু ও ট্রলি অবাধে চলাচল করায় দ্রুতগামী পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচলে বিঘœ সৃষ্টি করছে বলে বারবার অভিযোগ করে আসছে পরিবহন মালিক,শ্রমিক সংগঠনগুলো । এ নিয়ে ওই সংগঠনগুলো একাধিকবার পরিবহন ধর্মঘট করে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও প্রশাসন শুধু তাদের কে আশ্বাসই দিয়েছে,বাস্তব অবস্থার কোন পরিবর্তন হয়নি বলে সিরাজগঞ্জ ট্রাক শ্রমিকের ইউনিয়নের সভাপতি আবু আসলাম জানিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মহাসড়কে দূর্ঘটনারোধ,যানজোট নিরসন ও সড়ক সুরক্ষায় অবৈধ যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় ।সে অনুযায়ি জেলা  প্রসাশক ও জেলা  পুলিশ সুপার বরাবর নির্দেশনাও দিয়েছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের । কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন এ মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক চালকরা । তাদের দাবি অবৈধ যান চলাচল বন্ধ করা না গেলে মহাসড়কের অনেক সমস্যাই সমাধান করা সম্ভব নয় ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD