গোলাম মোস্তফা: সিরাজগঞ্জের তাড়াশে রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সকাল ৮টায় শুরু হয়ে সুষ্ঠভাবে বিকেল ৪টায় শেষ হয়। এ নির্বাচনে ৩৯ হাজার ৮৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনি (দোয়াত কলম) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার (নৌকা) পেয়েছেন ২৯ হাজার ৪৪৫ ভোট।
এদিকে ২১ হাজার ২৬৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু পেয়েছেন ১৮ হাজার ৯০ ভোট। ৩২ হাজার ৭২৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক মর্জিনা ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহফুজা আকতার পেয়েছেন ২৪ হাজার ১৯১ ভোট। বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিছ।
