সলঙ্গা প্রতিনিধি : আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (নলকা সিডিপি) এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ২০১৮ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, নাচ,গান ও নাটিকা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের কেসি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গার্লস্ ক্লাবে নলকা সিডিপির শিশু পরিষদের সভাপতি নাঈমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, মেম্বর আনিছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বাহরুল ইসলাম,শিক্ষক মাসুদুর রহমান মাসুদ রানা, শিক্ষক পলাশ, এসএস অফিসার বিপ্লব কুমার, এসএস অফিসার বাবু মন্ডল, এডমিন অফিসার দানিয়েল দাস, আইজি অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এডুকেশন অফিসার প্রবীর নকরেক এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
