তালুকদার আবারও ফিরে পেতে চান তার প্রিয় আসনটি

Spread the love

সোহেল রানা সোহাগঃ এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনটি আবারও ফিরে পেতে চান বিএনপির আব্দুল মান্নান তালুকদার। এ লক্ষে তৎপরতাও শুরু করেছেন তিনি । জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করলেও তৎাকালীন সময়ে সিরাজগঞ্জ জেলার ৭টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র এ আসনটিতে বিএনপি জয়ী হয়েছিল। গত নির্বাচনে আওয়ামীলীগ তাদের হারানো আসনটি দীর্ঘদিন পর পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির ৫ জন মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও আসনটি থেকে পর পর ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আবারও মনোনয়ন চাচ্ছেন এ আসনটি পুনুরুদ্ধারের লক্ষে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল মান্নান তালুকদার বিপুল ভোট পেয়ে এ আসন থেকে প্রথম বারের মতো জয় লাভ করেন। এর পর থেকে পর পর আরো ৩ বার তিনি এ আসন থেকে নির্বাচিত হন। তাই তালুকদারের এটা প্রিয় নির্বাচনী আসন।
তাড়াশ উপজেলা যুবদলের সাধারন-সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল জানান, মান্নান তালুকদার এ আসনটির অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী। দলের তৃনমুল নেতা-কর্মীরা মনে -প্রাণে তাকেই প্রার্থী হিসেবে পেতে চান। ক্ষমতার বাইরে থাকা বিএনপির বিভিন্ন দু:সময়ে তিনিই ছিলেন এ এলাকার নেতা-কর্মীদের পাশে। বলা চলে এখানে দলের একমাত্র কান্ডারী এবং ভরসা। নির্বাচনী এলাকার সকল ভোটারের সংগে তার রয়েছে নিবিড় সম্পর্ক। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তাড়াশ-রায়গঞ্জের বেশীর ভাগ রাস্তা-ঘাট তার সময়েই হয়েছে সংস্কার ও পাকাকরণ। এছাড়া তার সময়কালে নির্মিত হয়েছে স্কুল,কলেজ ও মাদ্রসার অসংখ্য ভবন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশি আব্দুল মান্নান তালুকদার বলেন ,আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে এ আসনের নেতা-কর্মীরা ভেদাভেদ ভুলে সুসংগঠিত হয়ে ধানের শীষের বিজয়ের জন্য একজোট হয়ে কাজ করবেন এবং বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD