পিতার ভাবমূর্তিকে পূঁজি করে ইমনের এমপি হওয়ার স্বপ্ন

Spread the love

সাব্বির আহম্মেদ : পিতার ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আ’লীগের মনোনয়ন পেতে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রয়াত সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমন তালুকদার। গত বুধবর তিনি তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন,২০১৪ সালের ৬ অক্টোবর সংসদ সদস্য থাকা অবস্থায় আমার বাবা মারা গেলেন। তখন আমি মনোনয়ন চেয়েছিলাম । কিন্তু সে সময় আমি বয়সে ছিলাম তরুণ এবং ব্যারিস্টারি অধ্যয়ন রত। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে অপেক্ষা করতে বলেছিলেন। এখন এলাকায় আমার পক্ষে সারা জেগেছে। তৃনমূলের সমর্থনও আমার পক্ষে রয়েছে। বাবার জনপ্রিয়তাও আমার প্রেরণাার উৎস। তাই আমার প্রত্যাশা, দল আমাকে মনোনয়ন দেবে এবং আমি বাবার মতোই নিঃস্বার্থভাবে জনগনের পাশে থাকব। তবে দল থেকে নৌকার টিকিট (মনোনয়ন) না পেলে তিনি নির্বাচন করবেন কি না বা নৌকা প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান, আমাদের রক্তে মিশে আছে আ’লীগ । নৌকা আমার ভালবাসা । আমার বাবা সাবেক সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদারের অকাল মৃত্যুতে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করতে পারেননি। তাই আমি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে এলাকার উন্নয়ন করতে চাই। নৌকার টিকিট না পেলেও নৌকার পক্ষেই আমি কাজ করবো। এছাড়াও ইমন তালুকদার প্রতিদিনই সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে নৌকার টিকিট পেতে সংসদীয় এলাকায় গণসংযোগ ও জনসভা করেই চলছেন। দাঁড়াচ্ছেন অসহায়-দুঃখী মানুষের পাশে। হাত বাড়াচ্ছেন সহযোগীতার। সরকারের উন্নয়নমূলক চিত্র তুলে ধরে পোষ্টার,লিফলেট বিতরণও করছেন এলাকার জনগনের মাঝে। এ আসনে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকিট পেতে যুগপৎ প্রচারনা চালাচ্ছেন ৯ জন প্রার্থী।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD