স্টাফ রির্পোটার : এতিম, অসহায়, হতদরিদ্র , পথশিশুদের সুন্নতে খাতনা করানোর যাবতীয় ব্যয় বহনের এক ব্যতিক্রমী ও মহতি উদ্যোগ নিয়েছে চলনবিলের তাড়াশ উপজেলার ভিলেজভিশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার সকালে উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যলয়ে (১০) দশজনকে খাৎনা করানো হয়। এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শরীফ খন্দকার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের উপদেষ্টা ও মডেল ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. জাকির হোসেন ও উপজেলা পরিষদ জামে মসজিদেও পেশ ইমমি মাওলানা মো. আব্দুল ওহাব। অনুষ্ঠান শেষে শিশুদেও নতুন ড্রেস টুপি, সেন্ডল উপহার সামগ্রী প্রদান করা হয় এবং অতিথিসহ ১১৫ জনকে নিয়ে ভোজের আয়োজন করা হয়। এতে ভলেন্টিয়ার হিসাবে সহযোগীতা করেছেন, মাসুম বিল্লা, আমিন, খালেক, জুবায়ের, মাসুদ,শাহাদৎ,রুকসিনা,মুকুল ও সাইফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য সংস্থাটি গত বছরেও একইভাবে গণমুসলমানির আয়োজন করেছিল।