নিমগাছি প্রতিনিধি: চলনবিলের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউপির শ্রীরামপুর কম্যুনিটি ক্লিনিকে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার কারণে স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এব্যাপারে দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ১১/১০/২০১৮ তারিখে রায়গঞ্জ- তাড়াশ এলাকার মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্য মহাপরিচালক, সিরাজগঞ্জের সিভিল সার্জন, রায়গঞ্জের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, সভাপতি- রায়গঞ্জ প্রেস ক্লাব বরাবর প্রয়োজনীয় বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ নেবার জন্য আবেদন জানান এলোকাবাসী।
আবেদন সূত্রে জানা যায়, ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত কম্যুনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ফাতেমা খাতুন সকাল নয়টায় ক্লিনিকে আসার নিয়ম না মেনে বেশীর ভাগ কর্মদিবসে আসেন দশটা- সাড়ে দশটার পর এবং তিনটার বদলে বেলা একটার আগেই বাড়ী চলে যান। এছাড়া তার কাছে সেবা নিতে আসা লোকজনের সাথে খুব বাজে আচরণ করেন যা খুবই আপত্তিজনক ; সরকার কর্তৃক বরাদ্দকৃত ঔষধপত্র বিতরণ ঠিকমত না করে রোগীদের বিদায় করেন। তা ছাড়া গত ৪/১০/২০১৮ তারিখে এলাকা বাসীকে নিয়ে ক্লিনিকে মিটিং করার কথা থাকলেও তিনি তার পছন্দের তথা পকেট কমিটির লোকজনদের নিয়ে সভা করেন ক্লিনিকের পাশে বসবাসকারী মানুষজনকে না জানিয়ে। মিটিংএ ৫২ জনকে আমন্ত্রন জানানো হলেও আসেন মাত্র ২৭ জন এবং তাদের জন্য সরকারী বরাদ্দকৃত সন্মানী ও উপহার সামগ্রী উপস্থিত লোকদের দিয়ে বাকী সব আত্মসাৎ করেন। সবচেয়ে বড় কথা তিনি ক্লিনিক পরিচালনা কমিটির সাথে কোন আলোচনা বা পরামর্শ না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারী ষ্টাইলে সরকারী এই প্রতিষ্ঠান পরিচালনা করেন। যার ফলে ক্লিনিক কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙ্গে পড়ার দশা হয়েছে। এ প্রেক্ষিতে রায়গঞ্জের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ কাইম সরকারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। কমিটির সদস্যগন দায়িত্ব পেয়ে গত ২৫/১০/২০১৮ শ্রীরামপুর কম্যুনিটি ক্লিনিকে আসেন তদন্ত করতে। তদন্ত কার্যক্রমে আবেদনকারীগন ছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন, ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ২ নং ওয়ার্ড মেম্বর তছির উদ্দীন, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কে এম রফিকুল ইসলামসহ আরো অনেকে। তদন্তকালে আবেদনকারী গনের দরখাস্তের বক্তব্যের সত্যতা পাওয়া যায় এবং একারণে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত ফাতেমা খাতুনকে সতর্ক করে দেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।