নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদের শপথগ্রহণ

Spread the love

সিংড়া  প্রতিনিধি : সিংড়ায় সড়ক নিরাপত্তায় করণীয় এবং সচেতনতায় সিংড়া পৌর এলাকার স্কুল,কলেজ, কারিগরী ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের শপথ করিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে গোল ই আফরোজ সরকারি অনার্স কলেজে তিনি সবাইকে শপথ করান। এসময় হাজার হাজার শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও সিংড়া ট্রাক-বাস মালিকরা শপথ করেন।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সরকার নিরাপদ সড়ক আইন পাশ করে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। সড়কে নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা দুর্ঘটনা কমাতে সহায়ক। এজন্য নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলে যাবে। সড়কে নিরাপত্তায় দেশের সকল নাগরিকদের দায়িত্ব রয়েছে,নিজ নিজ জায়গা থেকে সে দায়িত্ব পালন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের ন্যায্য দাবির প্রতি সকল সময় সমর্থন দিয়েছে, আগামীতে ও দিবে। । উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, জিএ সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেদ, প্রভাষক ফাহমিদা আঁখি প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD