আল-আমিন সরকার , শাহজাদপুর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আ.লীগের অন্যতম সদস্য ও উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেছেন,নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হয়,দেশের উন্নয়ন হয়।গ্রামের সন্তান বলে আমরা বরাবরই অবমূল্যায়িত হয়ে আসছি। ২৭ বছর ধরে একনিষ্ঠভাবে দলের স্বার্থে ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।শাহজাদপুরের মাটি ও মানুষের টানে জনপ্রতিনিধি না হয়েও প্রধান মন্ত্রীর সুদৃষ্টি ও আমার ভাই আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের সার্বিক তত্ত্বাবধানে এলাকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ খাতসহ উপজেলা পর্যায়ে ৩ টি কোর্ট স্থাপন,জনমানুষের দুঃখি মেহনতি কৃষক তাঁতীদের ভাগোন্নয়নসহ শাহজাদপুরকে একটি আদর্শ শিক্ষা নগরী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। শাহজাদপুর হাই স্কুলের সভাপতি নির্বাচিত হবার পর আমরা হাই স্কুলটিকে সরকারীকরণ করেছি।জাতি স্ব-শিক্ষায়,প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই “সোনার বাংলা”আমাদের প্রিয় বাংলাদেশ হবেই হবে।অগত শুক্রবার বিকেলে উপজেলার রুপবাটি ইউনিয়নের রামখারুয়া গ্রামে স্থানীয় আ.লীগ আয়োজিত ফজলু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচিনী প্রচারভিযান উপলক্ষে অনুষ্ঠিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু উপরোক্ত কথাগুলো বলেছেন। জনসভায় বিশেষ অতিথি ছিলেন রুপবাটি ইউপি চ্যায়ারম্যান রফিকুল ইসলাম শিকদার,রুপবাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আবুল সরকার প্রমুখ। বক্তারা বলেন,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকেই বিজয়ী করবো। এছাড়া তিনি গ্রামের লোকদের সুবিধার্থে বিভিন্ন উন্নয়ন বিষয়ক কাজ করার প্রতিশ্রুতি দেন।
