চলনবিল বার্তা ডেস্ক: গুরুদাসপুর, তাড়াশসহ চলনবিলের সকল উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এদিকে গুরুদাসপুরে খেলার শেষার্ধে বিকেল ৫টা ৪০ মিনিটে চাপিলা ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত সজিব নামের এক চৌকষ খেলোয়ার হাজারো দর্শক শ্রোতাকে মুগ্ধ করে প্রতিপক্ষ বিয়াঘাট ইউনিয়ন একাদশের গোলকিপারকে ছাড়িয়ে ওই আকর্ষণীয় গোলটি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে গুরুদাসপুর পৌরসদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস বিজয়ী ও রানার্সআপ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন। চাপিলা ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টু ও বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক প্রধান অতিথির কাছ থেকে বিজয়ী ও রানার্সআপের পুরস্কার গ্রহণ করেন। ওই টুর্নামেন্টে গুরুদাসপুর পৌরসভা, নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা ও চাপিলাসহ ৭টি ইউনিয়নের ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।
