চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশে আর্ন্তজাতিক আদিবাসি দিবস ও গ্রাম আদালত সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম। জনপ্রশাসন মন্ত্রনালয় ও এএলআরডি-ঢাকা’র সহযোগীতায় এবং স্থানীয় এনজিও চলনবিল দু:স্থ মহিলা সংস্থার (সিডিএমএস) আয়োজনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম,এনজিও ব্যক্তিত্ব সুফিয়া সুলতানা, আদিবাসি নেতা নিত্ত গোপাল তুর্কি,রায়গঞ্জ আদিবাসি ফোরামের নেতা শ্যামল কুমার মাহাতো, তাপস কুমার উরাঁও, সিডিএমএস’র পরিচালক আব্দুল মালেক প্রমুখ। আদিবাসিদের সমাজে এবং পরিবারে ঘটে যাওয়া ছোট-খাটো ঘটনাগুলো স্থানীয়ভাবে গ্রাম আদালতের মাধ্যামে কিভাবে মিমাংসা করা যায় এবং বাল্য বিবাহের কুফল সমাজের উপর কি প্রভাব ফেলে সে বিষয়গুলো তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।