উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজী ফসল ফুলকপি’র দাম একেবারেই কমে গেছে। সাধারণ খদ্দেরদের কাছে এর তেমন আর চাহিদা নেই। বাজারে চার থেকে ছয়টি কপি যার ওজন হবে প্রায় দশ কেজি তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ দশ থেকে পনের টাকায়।
সরেজমিনে গত বৃহস্পতিবার বিকেলে সবজী ফসল আবাদের জন্য নামকরা নাগরৌহা মাঠে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকটি জমির কপি ফসল কৃষকেরা বিক্রির জন্য না তুলে ফেলে রাখা হয়েছে। এর পেছনে কৃষকদের তদারকি নেই। একাধিক কৃষকের কথা, কপি তুলে বাজারে নিলেও কেউ সহজে কিনতে চায় না। তাই এভাবে ফেলে রাখা হয়েছে। স্থানীয় গ্রাম্য বাজারের একাধিক কাচা তরিতরকারি দোকানীর মন্ব্য, কেজি হিসেবে তো দুরের কথা দশ থেকে পনের টাকায় পাচ সাতটি বেচতে হচ্ছে । তাও খদ্দেরদের কাছে যেচে বিক্রি করতে হচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com